• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০৮:০৩ পিএম
টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী

নাটোরের গুরুদাসপুরে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন রুমি বেগম (২৭) নামে এক প্রবাসীর স্ত্রী। মঙ্গলবার (১০ আগস্ট) ঘটনাটি ঘটেছে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামে।

অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বুধবার (১১ আগস্ট) সকালে মামলা করা হয়।

ভুক্তভোগী ওই এলাকার আক্কাছ আলীর ছেলে প্রবাসী মো. শরিফুল ইসলাম। রুমি বেগম একই এলাকার আফজাল হোসেনের মেয়ে।

এ ঘটনায় রুমি বেগম ও প্রবাসীর শ্বশুর আফজাল হোসেনের নামে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর বড় ভাই এন্তাজ আলী।

অভিযোগ সূত্রে জানা যায়, দুই বছর আগে মালোশিয়া থাকাকালীন সময়ে প্রবাসী শরিফুল ইসলামের সঙ্গে ইসলামী শরিয়ত মোতাবেক মোবাইল ফোনে রুমি বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে রুমি নগদ দুই লাখ টাকা ও এক লাখ টাকার স্বর্ণালংকার নিয়েছেন। রুমিকে স্বামীর বাড়িতে অবস্থান করতে বললে তিনি নানা অযুহাতে থাকতে অস্বীকার করেন। কিছুদিন আগে রুমি অন্য একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। পরে তারা আবার বিয়ে করেন। প্রবাসী শরিফুল ইসলামের কাছ থেকে প্রতারণা মূলকভাবে টাকা ও স্বর্ণ অলংকার হাতিয়ে নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় রুমি।

এ বিষয়ে মালোশিয়া প্রবাসী শরিফুল ইসলাম মুঠোফনে জানান, তিনি আইনগতভাবে তার স্ত্রীর প্রতারণার বিচার চান। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!