রাঙামাটিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ তিন দিনের অবকাশ যাপনে আগামী ১২ মে সাজেক ভ্যালি আসছেন। তার নিরাপত্তাজনিত কারণে আগামী ৯ থেকে ১৪ মে পর্যন্ত ৬ দিন সাজেকের সব রিসোর্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট মালিক সমিতি। ১৫ মে থেকে যথারীতি সব রিসোর্ট পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সাজেকে জেলা প্রশাসকসহ জোন কমান্ডারের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়ে।
বিষয়টি নিশ্চিত করে সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, “রাষ্ট্রপতির সাজেকে আগমনের কারণে তার নিরাপত্তা নিয়ে যাতে কোনো সমস্যা দেখা না দেয়, সে জন্য প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা আগামী ৯ থেকে ১৪ মে পর্যন্ত সব কটেজ পর্যটকদের জন্য বন্ধ রাখছি।”
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, “মহামান্য রাষ্ট্রপতির সাজেক আগমন উপলক্ষে নিরাপত্তার কথা চিন্তা করে আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ৬ দিন পর্যটকদের ভ্রমণে আসতে আমরা নিষেধ করছি। ১৪ মের পর যথারীতি আবারও পর্যটকরা বেড়াতে আসতে পারবেন।”
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































