• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

চাঁদপুরের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০১:১৬ পিএম
চাঁদপুরের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

বাসশ্রমিকদের আন্দোলনের মুখে চাঁদপুরের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল জেলা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকাগামী একটি বাস চাঁদপুর সদরের চাঁদখার বাজার এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে ৯ মাস বয়সী একটি শিশু মারা যায় এবং ৫ জন গুরুতর আহত হয়। পরে আহত বাসচালক মিজান মোল্লা রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এ ঘটনার জের ধরে সোমবার সকাল থেকে বাসশ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। আন্দোলনরত শ্রমিকদের দাবি, আহত বাসচালক মিজান মোল্লা বিনা চিকিৎসায় মারা গেছেন। শ্রমিক সংগঠন ও মালিক সমিতি তার চিকিৎসার কোনো ব্যবস্থা করেনি। 

চাঁদপুর জেলা শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন মুন্সি সংবাদ প্রকাশকে বলেন, “আমরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করে শান্ত করা চেষ্টা করছি।” 

চাঁদপুর সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, “চাঁদপুর বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।”

Link copied!