চট্টগ্রামের সাগরিকায় একটি রাসায়নিক কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাগরিকায় স্টেডিয়ামের পাশে বিটাক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কফিল উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
ঘটনাস্থলের পাশেই চট্টগ্রাম জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট।





































