কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৪৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২০ আগস্ট) সকালে পুলিশ বাদী হয়ে দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা করে জেলহাজতে পাঠিয়েছে।
গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আশরাফুল আলম (৩৫) ও একই ইউনিয়নের পশ্চিম বালাবাড়ী এলাকার ইদ্রিশ আলীর ছেলে আলিমুল ইসলাম রিপন (২৩)।
পুলিশ জানায়, শুক্রবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর এলাকার মাদক কারবারি আশরাফুল আলমের গোয়ালঘরে তল্লাশি চালিয়ে ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আশরাফুল আলম ও আমিনুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার জানান, শনিবার সকালে দুই মাদক কারবারিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































