• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

খুলনা বিভাগে করোনায় রেকর্ড ৪৬ মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০১:১৪ এএম
খুলনা বিভাগে করোনায় রেকর্ড ৪৬ মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। 

রোববার (৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এ সব তথ্য জানান। এর আগের দিন (৩ জুলাই) এ  বিভাগে করোনায় ৩২ জনের মৃত্যু হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মৃতদের মধ্যে খুলনায় ১৫ জন, সাতক্ষীরায় একজন, বাগেরহাটে একজন, যশোরে সাতজন, মাগুরায় দুজন, ঝিনাইদহে দুজন, কুষ্টিয়ায় ১৫ জন, চুয়াডাঙ্গায় দুজন এবং মেহেরপুরে একজন রয়েছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬০ হাজার ৫৬৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২১৪ জন।

Link copied!