• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

খুলনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৯ মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০১:৪০ এএম
খুলনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৯ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ৩৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে এক হাজার ২৪৫ জনের করোনা শনাক্ত হয়। এর আগে, ২৯ ও ২৩ জুন সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছিল। 

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ও যশোরে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় আটজন, ঝিনাইদহ ও সাতক্ষীরায় চারজন করে, বাগেরহাটে একজন, নড়াইল ও মেহেরপুরে তিনজন করে ও চুয়াডাঙ্গায় দুইজনের মৃত্যু হয়েছে।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত ৫৭ হাজার ৫২০ জন। মারা গেছেন ১ হাজার ১০৯ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ৯৩০ জন।

এদিকে করোনার ঊর্ধ্বগতি রুখতে বৃহস্পতিবার (১ জুলাই) সারাদেশে ৭ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়াসহ ২১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

Link copied!