• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৯:৩৪ পিএম
ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলার বোয়ালমারী এলাকা থেকে লতিফুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়।

লতিফুল ময়দানদিঘী জুটমিল মাগুড়াপাড়া এলাকার মৃত খামির উদ্দীনের ছেলে। পেশায় সে একজন অটোচালক।

স্থানীয় ও পুলিশ জানায়, সকালে বোয়ালমারী এলাকায় ক্ষেতে কাজ করতে যায় স্থানীয় কয়েকজন কৃষক। তারা ক্ষেতে গিয়ে ওই যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেছেন, মৃতদেহের গলায় চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত মৃত্যুর কারণটি জানা যাবে।

Link copied!