করোনায় রামেক হাসপাতালে ৯ জনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ০৯:৩৬ এএম
করোনায় রামেক হাসপাতালে ৯ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৯ জন মারা গেছেন। আগের দিন মৃত্যু হয়েছে ১০ জনের। এ নিয়ে আগস্ট মাসের ১৮ দিনে মৃতের সংখ্যা দাঁড়াল ২৪৪। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (১৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান তারা। 

মৃতদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৪ জন। বাকি ৫ জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে। মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, নাটোর ও নওগাঁর দুইজন করে এবং একজন মেহেরপুর জেলার বাসিন্দা।

ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী আরও জানান, হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ১৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৬১। এদের মধ্যে ১৪৭ জন করোনা পজিটিভ রোগী।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!