• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

করোনায় রামেকে আরও ১৩ মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০১:২২ এএম
করোনায় রামেকে আরও ১৩ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পাওয়া খবরে এই তথ্য জানা যায়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ৮ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৪৭৮ জন চিকিৎসা নিচ্ছেন।

মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন, ১ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ৩ জন, নওগাঁর ১ জন ও পাবনার ১ জন রয়েছেন বলে জানান তিনি।

গত জুন মাসে এই হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন মোট ৩৫৪ জন। গত দুদিনে মারা গেছেন ৫১ জন।

Link copied!