• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

করোনায় সাবেক সিভিল সার্জনের মৃত্যু


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৯:১৯ পিএম
করোনায় সাবেক সিভিল সার্জনের মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডা. শফিউদ্দিন পাতা (৬২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি মারা যান। তিনি রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

জানা গেছে, গত ২৬ জুলাই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে ডা. শফিউদ্দিন পাতার করোনা পজিটিভ আসে। ২৯ জুলাই তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সেদিন সকালেই ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কর্মময় জীবনে ডা. শফিউদ্দিন পাতা বরিশাল জেলা সিভিল সার্জন এবং পাংশা সরকারি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বরিশাল জেলা সিভিল সার্জন থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। রোটারি ক্লাব অব পাংশার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ডা. শফিউদ্দিন পাতা। আমৃত্যু তিনি পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, সহসভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

Link copied!