• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

‘বন্দুকযুদ্ধে’ কাজল বাহিনীর প্রধান নিহত


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০১:৫৫ পিএম
‘বন্দুকযুদ্ধে’ কাজল বাহিনীর প্রধান নিহত

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কাজল বাহিনীর প্রধান মো. কাজল (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে বায়েজিদ-ফৌজদারহাট লিঙ্ক রোডের ৪ নম্বর ব্রিজে গোলাগুলির এই ঘটনা ঘটে।

র‌্যবের দাবি, কোরবানির পশুবাহী ট্রাকের চালককে হত্যায় জড়িত ছিলেন এই কাজল।

র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল জানান, ডাকাতদলের অবস্থানের খবর পেয়ে রাত একটার দিকে র‌্যাবের একটি টহল দল সেখানে যায়। এ সময় র‌্যাব সদস্যদের দেখে অবস্থানকারীরা ‍গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি চালায়। গোলাগুলির পর সেখান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয়ভাবে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির নাম কাজল বলে জানা যায়।

র‌্যাব-৭ অধিনায়ক বলেন, “গত ১৬ জুলাই ৪ নম্বর ব্রিজে কোরবানির পশুবাহী ট্রাকের চালককে গুলি করে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সাথে কাজল ও তার সহযোগীরা জড়িত ছিল বলে আমরা জানতে পেরেছি। নিজস্ব কিছু লোকজন নিয়ে কাজল একটি বাহিনী তৈরি করেছে, যারা বিভিন্ন ডাকাতির সঙ্গে জড়িত।”

লেফটেন্যান্ট কর্নেল মশিউর জানান, ২০১৮ সালে খুন ও ডাকাতির একটি ঘটনায় কাজল আসামি ছিলেন। তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।

Link copied!