পশুর নদীর ডুবো চরে আটকে পড়ে ডুবে যাওয়া সার বোঝাই কার্গো জাহাজ উত্তোলনে ‘এমভি দেশবন্ধুর’ মালিককে জরুরি নোটিশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে এ নোটিশ পাঠানো হয়।
এতে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে কার্গোটি উত্তোলন করে সরিয়ে নিতে ব্যর্থ হলে তা নিলামে ওঠানো হবে।
একই সঙ্গে আগামী তিনদিনের মধ্যে ডুবে যাওয়া ওই জাহাজ থেকে সারও অপসারণ করতে হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, আগামী ১৫ দিনের মধ্যে কার্গো জাহাজটি উত্তোলনের নির্দেশনা দিয়ে শনিবার দুপুরে দেশবন্ধু জাহাজের ঢাকাস্থ মালিক কাজী নজরুল ইসলামকে চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে বন্দরের নৌ চ্যানেল থেকে জরুরি ভিত্তিতে ‘দ্য রিমুভেবল অব ওয়ার্ক অ্যান্ড অবজেকশন ইন ইনল্যান্ড নেভিগেবল ওয়াটারওয়েস রুলস-১৯৭৩’ আইনের ১১ ধারা মোতাবেক আগামী ১৫ দিনের মধ্যে দুর্ঘটনাস্থল থেকে জাহাজটি উদ্ধার করতে হবে।
নির্দিষ্ট এ সময়ের মধ্যে মালিকপক্ষ তা উদ্ধারে ব্যর্থ হলে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় জাহাজটি উদ্ধার করবে।
তবে এর জন্য বন্দর কর্তৃপক্ষকে মালিকপক্ষ সম্পূর্ণ আর্থিক খরচ দিতে না পারলে জাহাজটি নিলামে তুলবে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুরে পশুর নদীতে সার নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ ‘এমভি দেশবন্ধু’।