দেশে ই-কমার্সের গ্রাহকদের দায় নেবে না সরকার বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শুক্রবার (৮ অক্টোবর) বিকালে নগরীর জাহাজ কোম্পানি মোড়ে ডায়মন্ড ওয়ার্ল্ডের ২৪তম শাখার উদ্বোধন অনুষ্ঠানে টিপু মুনশি এ কথা বলেন।
তবে যে সব কোম্পানি দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
নিত্যপণ্যের বাজার নিয়ে মন্ত্রী বলেন, “আন্তর্জাতিক বাজারে দ্রব্য মূল্যের দাম বেশি থাকায় অনেক পণ্যের দাম বেড়েছে। আগামী সপ্তাহে পেঁয়াজসহ সব পণ্যের দাম কমতে পারে।”
এসময় উপস্থিত ছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা, এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা চৌধুরী আজাদ, রংপুর চেম্বার সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, মহনগর চেম্বার সভাপতি রেজাউল ইসলাম মিলন, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ আহমেদ, মহানগর আওয়ামী লীগ সভাপতি শাফিউর রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী আসান রনি প্রমুখ।