কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকা থেকে ৪ হাজার ইয়াবাসহ জিয়াউল হক (৩৭) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৫।
সোমবার (২২ নভেম্বর) সকালে বালুখালীর পূর্বপাড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে এক বার্তায় নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
আটক জিয়াউল হক পূর্বপাড়া এলাকার ফজলুল হকের ছেলে। তিনি পালংখালী ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর।
পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, “আটককৃত জিয়া ২০০৮ সাল থেকে পালংখালী ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছেন। তবে তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এ ধরনের কোনো তথ্য আমার জানা ছিল না।”
ওই এলাকার সাবেক ইউপি সদস্য নুরুল আবছার চৌধুরী জানিয়েছেন, আটক জিয়াউল দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গ সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, র্যাবের নিয়মিত অভিযান দল জিয়াউল হককে আটক করে তল্লাশি করলে ৪ হাজার ইয়াবা পায়। প্রাথমিকভাবে তিনি দীর্ঘদিন ধরে এ ব্যবসায় জড়িত বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে মামলা দিয়ে আটক জিয়াউল হককে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































