জাতীয় সংসদের চিফ হুইপ নুর ই আলম চৌধুরী বলেছেন, “পদ্মা সেতু বাস্তবায়নের সঙ্গে সঙ্গে আমাদের এলাকায় বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে অনেক জমি অধিগ্রহণ করতে হয়েছে। অনেকের ভিটা মাটি নিতে হয়েছে। এসব প্রকল্পে একশ্রেণির দালাল চক্র গরিব মানুষের সরলতার সুযোগে অন্যায় দুর্নীতির আশ্রয় নিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। কোনো অধিগ্রহণ করতে গেলে এখানে জমি ভাড়া নিয়ে কেউ ঘর তুলছে বা গাছ লাগাচ্ছে। উন্নয়ন প্রকল্পগুলোতে টাকা লোপাটে দালাল শ্রেণি শক্তিশালী হয়ে গেছে। এদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে, কঠোর ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।”
শুক্রবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে মাদারীপুরের শিবচরের সন্নাসীরচর ইউনিয়নের খাসেরহাটে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নব নির্মিত দুইতলা ভবনবিশিষ্ট মাল্টিপারপাস মার্কেটের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসনের উদ্দেশে এসব কথা বলেন।
চিফ হুইপ আরও বলেন, ৫ বছর আগে এ প্রকল্পগুলো কি অবস্থায় ছিল স্যাটেলাইটে তার ছবি আছে। এখন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এটা। ইচ্ছা করলেই যা খুশি তা করা যাবে না।
জেলা প্রশাসকসহ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে চিফ হুইপ আরও বলেন, “দুর্নীতির মাধ্যমে কারা এসব প্রকল্প থেকে টাকা নিয়েছে এটা আপনাদের তদন্ত করে বের করতে হবে। যারা এ দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রকল্পগুলোর কাজ করতে গেলেই আমাদের বাধা আসে। হঠাৎ করেই গাড়িতে করে মাদারীপুর থেকে লোকজন (দালালরা) চলে আসে। আমরা শিবচরকে ভিন্নভাবে উন্নয়ন করছি। ভিন্ন ধারায় আমরা কাজ করছি। আমাদের উন্নয়নকে কেউ বাধা দেবে, তা আমরা মেনে নেব না।”
মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাবুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ. লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।