• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০৯:২৮ পিএম
অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

সুনামগঞ্জে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলে ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ আগস্ট) বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ ভোরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ডাবর পয়েন্ট এলাকায় অবস্থিত প্রাণিসম্পদ অফিসের সামনে আন্তজেলা ডাকাত দলে ১২ জন সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাতজন ডাকাত সদস্য পালিয়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন বলেন, গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে থানায় একাধিক অস্ত্র, ডাকাতি ও হত্যা মামলা রয়েছে।

Link copied!