রোববার (৬ মার্চ) ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কেভিন ডি ব্রুইন ও রিয়াদ মাহরেজের জোড়া গোলে ম্যাচটি ৪-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি।
প্রতিপক্ষের মাঠে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নামতে হয় ইউনাইটেডকে। চোট তাকে মাঠের বাইরে রেখেছে। অবশ্য ইউনাইটেডে যোগ দেওয়ার পরই মাঠে বিবর্ণ বিশ্বের অন্যতম সেরা এই খেলোয়াড়।
ম্যাচের মাত্র ৫ মিনিটেই জয়ের দেখা পায় সিটি। এগিয়ে যায় তারা। বাঁ পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। এর ৩ মিনিট পরই সুযোগ পায় ইউনাইটেড। কিন্তু আক্রমণ গোল পর্যন্ত গড়ায়নি।
তবে ম্যাচের ২২ মিনিটে গোল আদায় করে দলকে সমতায় আনেন সানচো। মাঝমাঠ থেকে পল পগবার বাড়ানো বলে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন এই ইংলিশ ফরোয়ার্ড।
তবে ৬ মিনিট পরই ব্যবধান আবার বাড়ায় ডি ব্রুইন। ইউনাইটেডের পাসিং ব্যর্থতায় বল চলে যায় সিটির দখলে। ছয় গজ দূর থেকে শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন ব্রুইন।
দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে ব্যবধান আরও বাড়ায় সিটি। এবার গোল করেন মাহরেজ। তার বাঁ পায়ের দারুণ ভলিতে বল জালে জড়ায়। ম্যাচের ৯০ মিনিটে আবারও জয়সূচক গোল করে দলকে ৪-১ গোলের লিড এনে দেন মাহরেজ।
লিগে ২৮ ম্যাচে ২২ জয় ও ৩ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল।