• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আসরের প্রথম হ্যাটট্রিক মৃত্যুঞ্জয়ের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ১১:৪৫ পিএম
আসরের প্রথম হ্যাটট্রিক মৃত্যুঞ্জয়ের

শুক্রবার এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের প্রথম শতক দেখা গেল মিনিস্টার ঢাকার তামিম ইকবালের ব্যাট থেকে। তার একদিন পরই শনিবার বোলিংয়ে এসে হ্যাটট্রিক তুলে নিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।

আজ সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নেমেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রামের বোলার মৃত্যুঞ্জয় এক ওভারে আউট করেন সিলেটের এনামুল হক জুনিয়র, মোসাদ্দেক হোসেন সৈকত ও রবি বোপারাকে।

টানা তিন উইকেটে বিপিএলের এবারের আসরে তো বটেই, নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকও তুলে নেন মৃত্যুঞ্জয়৷ তার আগে বিপিএলের ইতিহাসে পাঁচটি হ্যাটট্রিক ছিল।

আগের পাঁচ হ্যাটট্রিক পেয়েছেন মোহাম্মদ সামি, আল আমিন হোসেন, এলিস ইসলাম, ওয়াহাব রিয়াজ ও আন্দ্রে রাসেল।

নিজের ব্যক্তিগত সাফল্যের দিনে তার দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সিলেটের বিপক্ষে ১৬ রানের জয় তুলে নিয়েছে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মৃত্যুঞ্জয়।

Link copied!