আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখনও অবিক্রীত থাকলেও, দল পেয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজকে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে মাঠে নামতে দেখা গেছে কাটার মাস্টার খ্যাত এই তারকার।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। সেই দামেই তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামে অন্য কোনো দল 'ফিজ'কে কেনার ব্যাপারে আগ্রহ দেখায়নি।
আইপিএলে এর আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুই মৌসুম, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে এক মৌসুম খেলেছেন মুস্তাফিজ। এর মধ্যে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শিরোপাও জিতেছেন।
সেবার আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরষ্কারও নিজের করে নিয়েছিলেন ফিজ। আইপিএলে এ পর্যন্ত ৩৮ ম্যাচ খেলে ৭.৮৪ ইকোনমি রেটে ও ২৯.৫ গড়ে ৩৮ উইকেট নিয়েছেন বাংলাদেশের 'কাটার মাস্টার'।
এর আগে শনিবার নিলামে নাম উঠলেও দল পাননি বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিলামে তার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ কোটি রুপি।
এবারের নিলামের জন্য ঘোষিত চূড়ান্ত তালিকায় সাকিব-মুস্তাফিজ ছাড়াও নিলামে থাকা বাকি তিন ক্রিকেটার হলেন- লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাদের প্রত্যেকের নামই ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামে উঠবেন।
বাংলাদেশের ৫ ক্রিকেটার ছাড়াও নিলামে উঠেছে আফগানিস্তানের ১৭, অস্ট্রেলিয়ার ৪৭, ইংল্যান্ডের ২৪, আয়ারল্যান্ডের ৫, নিউজিল্যান্ডের ২৪, দক্ষিণ আফ্রিকার ৩৩, শ্রীলঙ্কার ২৩, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, জিম্বাবুয়ের ১, নামিবিয়ার ৩, নেপালের ১, স্কটল্যান্ডের ২ ও যুক্তরাষ্ট্রের ১ ক্রিকেটারের নাম।