• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অবশেষে টাইগার শিবিরে ফিরলেন ফিল্ডিং কোচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৭:৩৭ পিএম
অবশেষে টাইগার শিবিরে ফিরলেন ফিল্ডিং কোচ
ফাইল ছবি

বাংলাদেশ দলের নিয়মিত ফিল্ডিং কোচ রায়ান কুক চলে যাওয়ার পর শূন্যস্থান পূরণে বিদেশি কোচের সন্ধানে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কাউকে না পেয়ে টাইগারদের দুটি সিরিজে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেয়া হয়েছিল দেশি মিজানুর রহমান বাবুল ও রাজিন সালেহকে। পরে অস্ট্রেলিয়ান শেন ম্যাকডারমটকে পূর্ণকালীন মেয়াদে নিয়োগ দেয় বোর্ড। 

কথা ছিল, দক্ষিণ আফ্রিকার সিরিজের শুরুতেই টাইগার শিবিরে যোগ দেবে ম্যাকডারমট। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। আইসোলেশনে থেকে অবশেষে করোনামুক্ত হয়ে টাইগারদের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন ৪১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান কোচ।

বিসিবি ম্যাকডারমটের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি করেছে। কিন্তু দলে যোগ দেয়ার আগে করোনা পজিটিভ হয়ে দুটি ওয়ানডেতে দলের সঙ্গে থাকতে পারেননি তিনি। অবশেষে করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ পেয়ে ম্যাকডারমট যোগ দিয়েছেন দলের সাথে।

মঙ্গলবার (২২ মার্চ) বাংলাদেশ দলের অনুশীলনে ম্যাকডারমট যোগ দিয়েছেন। বিশ্বকাপে দলের ক্যাচ ফসকানো আর বাজে ফিল্ডিংয়ের পর প্রশ্ন উঠছিল সাবেক ফিল্ডিং কোচের কার্যকারিতা নিয়ে। সাম্প্রতিক সময়েও ফিল্ডিং নিয়ে নানা অসন্তোষের জন্ম হয়। ম্যাকডারমটের উপস্থিতি ফিল্ডিংয়ে বাংলাদেশের উন্নতি এনে দিতে পারে কি না, তা-ই এখন দেখার বিষয়।

বাংলাদেশে এর আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ম্যাকডারমটের। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশে কাটিয়েছেন তিনি। এসময় জাতীয় একাডেমির প্রধান কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ ও হাই পারফরম্যান্স ইউনিটের ফিটনেস কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছিলেন। এছাড়া শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ ও নিজ দেশ অস্ট্রেলিয়ার স্বল্পমেয়াদী সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার।

Link copied!