• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী অনূর্ধ্ব-১৯


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ০৪:০৮ পিএম
কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী অনূর্ধ্ব-১৯

গত বিশ্বকাপের হারের বেদনা এখনো হয়তো মাঝে মধ্যে ভোগায় ভারতের যুব দলকে। সেবার আসরের ফাইনালে ভারতকে হারিয়েই প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ।

এবার অবশ্য ফাইনালের আগেই দেখা হয়ে যাচ্ছে দুই গতবারের দুই ফাইনালিস্টের। ২৯ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। 

ভারত চাইবে গত আসরের হারের প্রতিশোধ নিতে। তবে বাংলাদেশও যথেষ্ট আত্মবিশ্বাসী।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দলের টপ অর্ডার ব্যাটার প্রান্তিক নওরোজ নাবিল বলেন, “২৯ জানুয়ারি ভারতের বিপক্ষে আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ওই ম্যাচকে ঘিরে আমাদের দলের সবকিছু ঠিকঠাক আছে। আমরা গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খুব আত্মবিশ্বাসের সাথে জিতেছি। সেই আত্মবিশ্বাস দলের মধ্যে বিদ্যমান। এটাকে ধরে রাখার ইচ্ছা আছে।”

এই ব্যাটার আরো বলেন, “কোয়ার্টার ফাইনাল ম্যাচটাকে জাস্ট একটা সিম্পল ম্যাচ হিসেব করে এগোচ্ছি। সবকিছু ঠিকঠাক করতে পারলে দিনশেষে ভালো ফল আমাদের দিকেই আসবে, ইনশাআল্লাহ।

Link copied!