• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

কেপটাউনে নতুন রূপে বিরাট কোহলি


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০১:৪১ পিএম
কেপটাউনে নতুন রূপে বিরাট কোহলি

নিজের ব্যাটিংয়ের ধরন অনেকটাই বদলে ফেলেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। ভারত অধিনায়কের বিপক্ষে অভিযোগ ছিল বিদেশের মাটিতে একের পর এক ইনিংসে অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে আউট হচ্ছেন।

তাই কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে যেন বিরাট প্রতিজ্ঞা করে নেমেছিলেন অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছোঁয়াবে না।

২২৩ রানে বাকি ব্যাটারদের মুখ থুবড়ে পড়া ইনিংসে একমাত্র জ্বলজ্বল করছে কোহলির ৭৯ রানের ইনিংসটি, যা খেলতে ২০১টি বল খরচ করেছেন তিনি।

গোটা ইনিংসজুড়ে অসংখ্য ভালো বল ছেড়েছেন কোহলি। এত সংযমী বিরাটকে আগে দেখেনি কেউ। 

টস জিতে ভারত ব্যাটিং নিলেও টস জয় ছাড়া পুরো ইনিংসে আর ভালো কোনো খবর ছিল না। বিরাট ছাড়া কেউই অর্ধশতকের ঘরে পৌঁছাতে পারেননি। এক কাগিসো রাবাদা ৭৩ রান খরচায় তুলে নিয়েছেন মূল্যবান ৪ উইকেট।

বিরাট নামেন দুই উইকেট পতনের পর। স্কোর তখন ৩৩। এরপর ২০১ বল খেলে ৭৯ রান করেন তিনি।

বিরাটের আউটের মাধ্যমে ৯ নম্বর উইকেট তুলে নেয় প্রোটিয়ারা। মাঝের দীর্ঘ সময় বিরাট লড়ে গেছেন চরম ধৈর্যের পরিচয় দিয়ে।

ব্যাটিংয়ের ধরন বদল করেছেন বিরাট। আগে তার সামনের পায়ের পাতাটা একটু পয়েন্টের দিকে থাকত। এদিন ছিল একটু কভারের দিকে।

ভারতের ২২৩ রানের ইনিংসের জবাবে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তারা জমা করেছে ১৭ রান। ডিয়ান এলগার ৩ রানে তার উইকেটটি হারান।

খেলা বিভাগের আরো খবর

Link copied!