আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হলেই ভারতের টি-টোয়েন্টি রেশ কাটবে না। কারণ ভারত দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়াই করবে। সিরিজটি জুনে ভারতের বেশ কয়েকটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ইতিমধ্যে জানিয়েছে যে, আইপিএল আসরের ম্যাচগুলো ২৬ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত মুম্বাই এবং পুনেতে অনুষ্ঠিত হবে এবং মাত্র ১০ দিন পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।
গত কাল বুধবার (২ মার্চ) বিসিসিআই দক্ষিণ আফ্রিকা সিরিজের সময়সূচির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচগুলো ৯ থেকে ১৯ জুন পর্যন্ত ১০ দিন ধরে পাঁচ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো কটক, ভাইজাগ, দিল্লি, রাজকোট এবং চেন্নাই।
সিরিজের ম্যাচগুলো বেঙ্গালুরু এবং নাগপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এই দুটি ভেন্যুর পরিবর্তে পরে কটক এবং ভাইজাগকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।