বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ ১৬ কোটি মানুষের স্বপ্ন ছিল তেমনটাই। তাদের সেই স্বপ্ন আরও দৃঢ় হয় যখন প্রথম ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারায় টাইগাররা। কিন্তু এরপরই যেন নিজেদের হারিয়ে ফেলেছে বাংলাদেশ। হারতে থাকে একের পর এক ম্যাচ। সবশেষ গতকাল(শনিবার) হেরেছে নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে। আর হারটা মানতে পারছেন না সমর্থকরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানও বলেন এটা বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ।
সাকিব বলেন, “কাউকে দোষ দেওয়াটা ঠিক হবে না। আমরা যে ১৫ জন আসছিলাম, এর (দলের বর্তমান অবস্থা) থেকেও ভালো আমাদের দল। আমরা যা পারি তার কিছুই করতে পারিনি। এটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন, আমি দ্বিমত পোষণ করব না। এটা বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ।”
এই পরিস্থিতি থেকে বাংলাদেশের বের হওয়াটা কঠিন বলে জানিয়ে রাখলেন টাইগার অধিনায়ক। সাকিব আরও বলেন, “সত্যি বলতে এখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন। যেহেতু তিন ম্যাচ আছে। অন্তত ভালো কিছু করার সুযোগ এখনও আছে আমাদের হাতে। তবে খুবই কঠিন। কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া আমাদের এখন কিছু করার নেই। আজকের দিনটা আমরা যদি ভুলে যেতে পারি এবং ভালোভাবে সামনের ম্যাচগুলোর দিকে মনোযোগ দিতে পারি। খুবই কঠিন এই জিনিসটা করা। যে পরিস্থিতির ভেতরে এখন আমরা আছি সেখান থেকে কামব্যাক করা কঠিন।”
এদিকে, নেদারল্যান্ডসের বিপক্ষে শোচনীয় হারটা মেনে নিতে পারছেন না সাকিব। টাইগার অধিনায়ক বলেন, “এটা আমাদের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়। ডাচদের আমরা একেবারে দুই পয়েন্ট দিয়ে দিয়েছি। এটা হজম করা খুবই কঠিন। কিন্তু ক্রিকেটে এটা হতেই পারে। ডাচরা যেভাবে বোলিং করেছে তাতে তাদের কৃতিত্ব দেওয়া উচিত। তারা বেশ গোছানো ছিল এবং আমরা বেশ কিছু বাজে শট খেলেছি।”