কিংবদন্তি ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স মেন্টর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩, ০৪:৫৬ পিএম
কিংবদন্তি ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স মেন্টর

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) দেশটির সাবেক অধিনায়ক এবং ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারাকে একজন পারফরম্যান্স মেন্টর হিসেবে নিযুক্ত করেছে। তিনি আন্তর্জাতিক আসরে দলের সঙ্গে কাজ করবেন এবং ওয়েস্ট ইন্ডিজ একাডেমি পরিচালনায়ও অবদান রাখবেন।

লারার প্রথম অ্যাসাইনমেন্ট হবে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াডে। ফেব্রুয়ারি থেকে বুলাওয়েতে শুরু হওয়া প্রথম টেস্ট ম্যাচের আগে দলের প্রস্তুতিতে পাশে থাকবেন এই সাবেক তারকা।

তার নতুন ভূমিকা সম্পর্কে কথা বলতে গিয়ে লারা বলেন, "অস্ট্রেলিয়ায় খেলোয়াড়, কোচ এবং সিডব্লিউআই এর সাথে আলোচনা করেছি। ফলপ্রসূ আলোচনার পর আমি সত্যিই বিশ্বাস করি যে, আমি খেলোয়াড়দের খেলার প্রতি তাদের মানসিক দৃষ্টিভঙ্গি এবং তাদের কৌশলগুলো আরও উন্নত করতে সাহায্য করতে পারব। বছরের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের অন্যান্য দলের সঙ্গে কাজ করার সুযোগের অপেক্ষায় আছি।"

লারা সর্বকালের সেরা ব্যাটারদের মধ্যে একজন। ৫৩ বছর বয়সী ত্রিনিদাদীয় ১৭ বছরের ক্যারিয়ারে ১৩১টি টেস্ট ম্যাচে ১১,৯৫৩ রান এবং ২৯৯ ওয়ানডেতে ১০,৪০৫ রান করেছেন। তিনি ৫২.৮৮ গড়ে ৩৪টি টেস্ট সেঞ্চুরি এবং ৪৮টি ফিফটি করেছেন। ওয়ানডেতে তার ১৯টি সেঞ্চুরি এবং ৬৩টি ফিফটি আছে।

Link copied!