• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৩, ২০২৩, ০২:৪৮ পিএম
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা

আগামী বছর শ্রীলঙ্কায় বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। এই আসরকে সামনে রেখে প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। এরই অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা দল আসছে বাংলাদেশে।

আগামী জুলাই মাসে বাংলাদেশ সফর করবে প্রোটিয়ারা। ৩ জুলাই থেকে শুরু হবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। এখনো দেড় মাস বাকি থাকলেও এরইমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে দেশটি। বাংলাদেশ সেভাবে প্রস্তুতি না সারলেও টাইগারদের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে প্রোটিয়া বোর্ড। 

এর আগে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। শুরুতে খারাপ খেললেও কামব্যাকের চেষ্টা করে স্বাগতিক জুনিয়র দল। তবে প্রচেষ্টা সফল হয়নি। সবমিলিয়ে খারাপ সিরিজ কেটেছে বাংলাদেশের।

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ স্কোয়াড

লিয়াম অ্যাল্ডার, এসা গঙ্গাত, থেবে গাজাইড, বেনি হ্যানসেন, জুয়ান জেমস, ট্রিস্তান লুউস, কুয়েনা মাফাকা, দেওয়ান মারিয়াস, রোমাশান পিলে, সিফো পোটসান, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, রিচার্ড সেলেটসওয়ান, ডেভিড টিগার, জোনাথন ভ্যান জিল ও অলিভার হোয়াইটহেড।

রিজার্ভ

মার্টিন খুমালো, রিলে নর্টন ও এনটান্ডো জুমা।

Link copied!