চলতি এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসায় শুরু হয় এই দুই দলের ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলেই নতুন এক কীর্তি গড়বেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে এখনও কোনো ম্যাচ হারেনি রোহিত শর্মা। ৯ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ৮টিতেই জয়ের দেখা পেয়েছেন তিনি। বাকি একটি ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। বাংলাদেশের বিপক্ষে জয় পেলে অধিনায়ক হিসেবে এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে নবম জয় পাবেন রোহিত।
আর তাতেই স্পর্শ করে ফেলবেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং লঙ্কান কিংবদন্তি অর্জুনা রানাতুঙ্গার মাইলফলক। তারা দুইজনই এশিয়া কাপে সবচেয়ে বেশি ৯টি করে ম্যাচ জিতেছেন। বাংলাদেশকে হারাতে পারলেই তাদের স্পর্শ করে ফেলবেন রোহিত। আর ফাইনাল জিততে পারলে অধিনায়ক হিসেবে এশিয়া কাপের ১০টি ওয়ানডে ম্যাচ জেতার রেকর্ড হয়ে যাবে তার।