মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ভারতীয় ব্যাটার ঋষভ পান্ত। এরপর থেকেই ভক্তরা অপেক্ষা করছে, কবে মাঠে ফিরবে ঋষভ। তবে তাদের জন্য দুঃসংবাদ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে হয়তো মাঠে ফেরা হচ্ছে না ঋষভের।
প্রথমে জানা গিয়েছিল ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ও আইপিলে দেখা যাবে ঋষভকে। তবে এশিয়া কাপ ও বছরের শেষভাগে ঘরের মাঠে বিশ্বকাপে তাকে পাওয়ার আশা করছিল ভারত।
কিন্তু সর্বশেষ মেডিকেল রিপোর্ট অনুযায়ী, ঋষভের হাঁটুর তিনটি লিগামেন্টই ছিড়ে গিয়েছে। দুইটাতে সার্জারি করে জোড়া দেওয়া গেলেও বাকি লিগামেন্টে সার্জারি করতে অপেক্ষা করতে হবে আরও ছয় সপ্তাহ।
হাটুতেঁ সার্জারির পর অন্তত ছয় মাস সময় লাগবে সুস্থ হতে। এর ফলে চলতি বছরর অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে ঋষভের খেলা অনিশ্চিত।
বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে ঋষভকে হেলিকপ্টারে করে দেরাদুন থেকে মুম্বাই উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বিসিসিআইয়ের শল্যবিদ ডা: দিনশাহ পারদিওয়ালা পান্তের চিকিৎসার দেখভাল করছেন।
চিকিৎসকদের পক্ষ থেকে এখনও নিশ্চিত করে বলা হয়নি যে কতদিন মাঠের বাইরে থাকতে হবে ঋষভকে। তবে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন অন্তত ছয় মাস সময় লাগবে তার মাঠে ফিরতে।