• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩, ০২:২৮ পিএম
টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার মিশনে পাকিস্তান মাঠে নামছে দক্ষিণ আফ্রিাকার বিপক্ষে। ডু অর ডাই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের চিদম্বরাম স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

নিজেদের ষষ্ঠ ম্যাচে জয়ের লক্ষ্যে দুই দলই বেশকিছু পরিবর্তন এনেছে। পাকিস্তানের দুই পরিবর্তন ও প্রোটিয়াদের দলে তিন পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা দুই ম্যাচ পর একাদশে ফিরেছেন। অধিনায়ককে জায়গা দিতে বাদ পড়েছেন রিজা হ্যান্ড্রিকস। এছাড়া তাদের দলে আরও দুই পরিবর্তন রয়েছে। পেসার কাগিসো রাবাদার জায়গায় বিশেষজ্ঞ স্পিনার তাবরাইজ শামসিকে একাদশে রাখা হয়েছে।

অন্যদিকে, অসুস্থতার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা হচ্ছে না পাকিস্তান পেসার হাসান আলির। তার জায়গায় শুক্রবার দলে নেওয়া হয়েছে আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। এছাড়া ওসামা মীরের জায়গায় ফিরেছেন মোহাম্মদ নেওয়াজ।

পাকিস্তান একাদশ
আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশভ মহারাজ, তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি।

Link copied!