• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

মার্কিন লিগে ক্রিকেটার অনাপত্তিতে পাকিস্তানের অর্থ দাবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৬, ২০২৩, ১১:২৯ এএম
মার্কিন লিগে ক্রিকেটার অনাপত্তিতে পাকিস্তানের অর্থ দাবি

ফ্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা যুগে কে বসে থাকতে চায়? বিশ্ব পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে তা মেজর লিগ ক্রিকেট মানে এমএলসি নামে শুরু হচ্ছে ১৩ জুলাই।

স্থানীয় খেলোয়ারদের ড্রাফট শেষ। এখন বাকি বিদেশি ক্রিকেটারদের দলে বাগানো। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সে দেশের ক্রিকেটারদের ছাড়তে অনাপত্তি পত্রের জন্য এমএলসি কর্তৃপক্ষের কাছে খেলোয়ার প্রতি ২৫ হাজার মার্কিন ডলার দাবি করেছে। পিসিবির দাবি মানতে কিছু দিন সময় চেয়েছে মার্কিন ক্রিকেট লিগের আয়োজকরা।

প্রথমবারের মতো শুরু হতে যাওয়া এমএলসিতে অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। দলগুলোর মধ্যে আছে ওয়াশিংটন ফ্রিডম, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, এমআই নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো ইউনিকর্নস, সিয়াটল অরকাস ও টেক্সাস সুপার কিংস।

এরই মধ্যে বেশ কজন আন্তর্জাতিক ক্রিকেটার নাম লিখিয়েছেন এ আসরে। এদের মধ্যে ওয়াশিংটনে খেলবেন আনরিখ নরকিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অ্যাডাম মিলনে। সান ফ্রান্সিসকোতে খেলবেন অজি হিটার অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিস। সিয়াটলে খেলবেন কুইন্টন ডি কক, দাসুন শানাকা ও সিকান্দার রাজা। এ টুর্নামেন্টের ফাইনাল হবে ৩০ জুলাই।
 

Link copied!