• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

নারীদের বর্ষসেরা দলে নেই কোনো বাংলাদেশি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০১:১৩ এএম
নারীদের বর্ষসেরা দলে নেই কোনো বাংলাদেশি

পারফর্মেন্স বিচারে ২০২২ সালে নারীদের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওয়ানডে সংস্করণের এই দলে অধিনায়ক করা হয়েছে ভারতীয় ক্রিকেটার হারমনপ্রীত করকে। তবে বাংলাদেশ থেকে জায়গা পাননি কোনো ক্রিকেটার।

একাদশে সবচেয়ে বেশি তিনজন করে জায়গা পেয়েছেন ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। এছাড়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড থেকেও রয়েছেন দুইজন। আর নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন একজন ক্রিকেটার।

এই একাদশে উইকেট কিপিং করবেন অজি উইকেটরক্ষক অ্যালিসা হিলি। ওপেনিংয়ে তার সঙ্গী হবেন  ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা।

বোলিং আক্রমণের দায়িত্ব সামলাবেন দক্ষিণ আফ্রিকান শাবনিম ইসমাইল, ভারতীয় বোলার রেনুকা সিং ও দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার আবোংয়া খাকা।

নারীদের বর্ষসেরা ওয়ানডে একাদশ: অ্যালিসা হিলি, স্মৃতি মান্ধানা, লওরা ওলভারডার্ট, ন্যাট স্কাইভার, বেথ মুনি, হারমনপ্রিত কর, অ্যামেলিয়া কের, শোপি ইকলেসটোন, আবোংয়া খাকা রেনুকা সিং ও শাবনিম ইসমাইল।

Link copied!