• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৫
বিপিএল

উপরের দিকে ব্যাটিং করতে চান মিরাজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ০৪:৫৭ পিএম
উপরের দিকে ব্যাটিং করতে চান মিরাজ
ফাইল ছবি

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলে লোয়ার্ড অর্ডারে ব্যাটিং করলেও বিপিএলে বেশ কয়েকবারই ওপেন করেছেন। গুঞ্জন রয়েছে বরিশালের হয়েও এবার ওপেনিং করতে পারেন তিনি।

তবে নিজের ব্যাটিং পজিশন নির্বাচনের ভার টিম ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিয়েছেন মিরাজ। জানিয়ে দিয়েছেন, দলের প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাটিং করতে প্রস্তুত তিনি।

সোমবার (২ জানুয়ারি) প্রথম দলীয় অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মিরাজ। সেখানে নিজের ব্যাটিং পজিশন নিয়ে কথা বলেছেন তিনি।

মিরাজ বলেন, “ব্যাটিং পজিশন নিয়ে অবশ্যই টিম ম্যানেজমেন্ট ডিসিশান নিবে। এখনো তো অনেক বাকি (টুর্নামেন্ট শুরু হতে) আছে। টিম ম্যানেজমেন্টের ফাইনাল একটা ডিসিশন আসবে, যে কোন জায়গায় ব্যাটিং করব। কিন্তু আমি মনে করি যে দলে পজিশন অনুযায়ী আমাকে যেখানে খেলাক না কেন সবসময় বলে আসছি।”

তবে ব্যক্তিগত চাহিদা বললে, উপরের দিকেই ব্যাটিং করতে চান মিরাজ। “আমি তো চাইবো যে নিজে থেকে উপরে ব্যাট করতে। তারপরও দেখি শেষ পর্যন্ত কি দাঁড়ায়” যোগ করেন সময়ের সেরা বাংলাদেশি অলরাউন্ডার।

গত বছর এশিয়া কাপ, সংযুক্ত আরব আমিরাত সিরিজ ও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে কিছু ম্যাচে ওপেনিং করেছিলেন মিরাজ। ধারণা করা হচ্ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে ওপেনিংয়ে দেখা যাবে। তবে শেষ পর্যন্ত বিশ্ব মঞ্চে আর ওপেনিং করার সুযোগ পাননি তিনি।  

Link copied!