• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

কানাডার টি-টোয়েন্টি লিগে আইকন প্লেয়ার সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৪, ২০২৩, ১১:২৮ এএম
কানাডার টি-টোয়েন্টি লিগে আইকন প্লেয়ার সাকিব

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ২০২৩-এ অংশ নেওয়ার জন্য মন্ট্রিল টাইগার্স আইকন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানকে বেছে নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলও আইকন ক্রিকেটার হিসেবে একই দলের হয়ে খেলবেন। এদিকে, সারে জাগুয়ারস আসন্ন মৌসুমের জন্য লিটন দাসকে চুক্তিবদ্ধ করেছে।

অস্ট্রেলিয়ান ওপেনার ক্রিস লিনও ড্রাফট থেকে মন্ট্রিল দলে যোগ দিয়েছেন। এদিকে সারে জাগুয়ারসের হয়ে খেলবেন অ্যালেক্স হেলস ও ইফতিখার আহমেদ। ভ্যাঙ্কুভার নাইটসের জার্সিতে দেখা যাবে মোহাম্মদ রিজওয়ান এবং রাসি ভ্যান ডের ডুসেনকে।

মিসিসাগা প্যান্থার্সের হয়ে খেলবেন পাকিস্তান তারকা শোয়েব মালিক ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল। টরন্টো ন্যাশনালসের হয়ে খেলবেন কলিন মুনরো ও শহীদ আফ্রিদি।

ভারতীয় সাবেক স্পিনার হরভজন সিং নিউজিল্যান্ড তারকা কলিন ডি গ্র্যান্ডহোমের সাথে ব্রাম্পটন উলভস-এর হয়ে খেলবেন।

সর্বশেষ গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল। করোনভাইরাসজনিত কারণে তিন বছর ধরে টুর্নামেন্টটি আলোর দেখা পায়নি। এই মৌসুমে টুর্নামেন্ট ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Link copied!