• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে যুব দলের চার ক্রিকেটার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ১২:৩৮ এএম
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে যুব দলের চার ক্রিকেটার
ছবি: সংগ্রহীত

দক্ষিণ আফ্রিকায় অনুর্ধ-১৯ নারী বিশ্বকাপ খেলার মাঝপথেই সুখবর পেলেন দলে থাকা চার ক্রিকেটার। কয়েকদিন পর সেখানেই হতে যাওয়া মূল দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা পেয়েছেন তারা।

শনিবার (২১ জানুয়ারি) নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদ্যসের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকায় অনুর্ধ-১৯ বিশ্বকাপ খেলতে যাওয়া দিশা বিশ্বাস, মারুফা আক্তার, দিলারা আক্তার ও স্বর্ণা আক্তারকে দলে রেখেছেন নির্বাচকরা।

নিগার সুলতানা জ্যোতির  বিশ্বকাপ দলে জায়গা হয়নি শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া ও ফারিহা ইসলাম তৃষ্ণাদের। তবে সবচেয়ে বড় চমক হিসেবে দল থেকে বাদ পড়েছেন ফারজানা হক পিংকি।

তবে মূল দলে জায়গা না পেলেও স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া। রোববার (২৩ জানুয়ারি) বিশ্বকাপ খেলার জন্য দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হবে টাইগ্রেসরা।

১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এর আগে ৬ ফেব্রুয়ারি পাকিস্তান ও ৮ ফেব্রুয়ারি ভারতের  বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জ্যোতির দল।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, সুবহানা মুশতারি।

Link copied!