• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
আইপিএল নিলাম

বিদেশি ৭০ খেলোয়াড় দল পাবেন, বাংলাদেশের কতজন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৭:১৫ পিএম
বিদেশি ৭০ খেলোয়াড় দল পাবেন, বাংলাদেশের কতজন?
ছবি: প্রতীকী

আইপিএলে এবার হবে মেগা নিলাম। সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এই নিলাম অনুষ্ঠান। যেখান থেকে আইপিএলের ১০টি ফ্রাঞ্চাইজি তাদের পছন্দের ক্রিকেটার বেছে নেবেন এবং দল সাজাবেন।

এবারের আইপিএলের জন্য ভারতীয় এবং বিদেশি ক্রিকেটার মিলে মোট ১৫৮৪ জন নাম তালিকাভুক্ত করেছে। যার মধ্যে ১৩ জন রয়েছেন বাংলাদেশেরও। ১৫৮৪ জনের মধ্যে ১১৬৫ জনই ভারতীয়। বিদেশি ক্রিকেটার রয়েছেন মোট ৪০৯ জন। মোট ১৩টি দেশ থেকে ক্রিকেটাররা আইপিএল নিলামের জন্য নাম তালিকাভুক্ত করেছে।

কিন্তু দুইদিন ব্যাপি অনুষ্ঠিতব্য এই নিলামে কী ১৫৮৪ ক্রিকেটার- সবার নামই ডাকা হবে? কতজন ঠাঁই পাবেন নিলামের চূড়ান্ত তালিকায়? মূলত আইপিএলের নিলাম তালিকায় নাম অন্তর্ভূক্ত করলেই ডাকা হয় না। এখানেই এক ধরনের যাছাই-বাছাই করা হয়। এরপর চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। আবার চূড়ান্ত তালিকায় থাকলেও দল পাওয়া নিশ্চিত নয়।

গত বছর আইপিএলের নিলামের জন্য নাম নথিভুক্ত করেছিলেন ১১৬৬ জন ক্রিকেটার। চূড়ান্ত তালিকায় শেষ পর্যন্ত জায়গা পেয়েছিলেন ৩৩৩ জন। আবার ২০২২ সালের পূর্ণ নিলামে নাম নথিভুক্ত করিয়েছিলেন ১২১৪ জন ক্রিকেটার। তাদের মধ্যে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন ৬০০ জন। অর্থাৎ, নাম নথিভুক্ত করা মানেই আইপিএলের নিলামে সুযোগ পাওয়া নিশ্চিত নয়।

নিয়ম অনুযায়ী, ১০টি দল তাদের পছন্দের বা প্রয়োজনীয় ক্রিকেটারদের নামের তালিকা জমা দেবে। যে ক্রিকেটারদের তারা কিনতে পারে, তাদের নামের তালিকা অ্যাক্সেলেরেটেড রাউন্ড শুরুর পর জমা দিতে হবে।

দলগুলোর দেওয়া নামের ভিত্তিতে চূড়ান্ত করা হবে ১৫৮৪ জন ইচ্ছুক ক্রিকেটারের মধ্যে কারা চূড়ান্ত তালিকায় জায়গা পাবেন। যে ক্রিকেটারদের নাম কোনও দলের তালিকাতেই থাকবে না, তারা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়বেন।

ক্রিকেটারদের আইপিএল খেলা নির্ভর করে দলগুলোর ওপর। কোনও দল আগ্রহ দেখালে তবেই নিলামে ওঠার সুযোগ থাকে। আবার নিলামের চূড়ান্ত তালিকায় নাম থাকলেও দল পাওয়া নিশ্চিত নয়।

ফলে সবার দল পাওয়ার সুযোগ হয় না। একটি দল সর্বোচ্চ ২৫ ক্রিকেটারকে নিতে পারে। এবারের নিলামে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। তাদের মধ্যে বিদেশি ক্রিকেটার হতে পারেন সর্বোচ্চ ৭০ জন। এর মধ্যে বাংলাদেশের কেউ থাকবে কিনা এখনো জানা যায়নি। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!