শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৩ রান। প্রথম তিন বলে আট রান তুলে ম্যাচ সহজ করে ফেলেছিলেন লঙ্কান ব্যাটার করুনারত্নে। তবে শেষ তিন বলে পাঁচ রানের সমীকরণ আর মেলাতে পারেননি। পেন্ডুলামের মতো দুলতে থাকা শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে দুই রানের ব্যবধানে নাটকীয় জয় পেয়েছে ভারত।
এর আগে মঙ্গলবার (৩ জানুয়ারি) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে উড়ন্ত শুরু পেয়েছিল ভারত। তবে শুরুর ঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি, দলীয় ২৭ রানে অভিষিক্ত শুভমন গিল ফিরে গেলে প্রথম উইকেট হারায় ভারত।
এরপর মাত্র ১১ রানের ব্যবধানে সূর্যকুমার যাদবও ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। তবে অন্যপ্রান্তে ব্যাট হাতে ঝড় চালিয়ে যাচ্ছিলেন আরেক ওপেনার ঈশান কিষান।
তবে তাকে কেউ সমর্থন দিতে পারেননি। মাঝে সঞ্জু স্যামসনও বিদায় নেন ব্যক্তিগত মাত্র সাত রানে। দলীয় ৭৭ রানে কিষান বিদায় নিলে আরও চাপে পড়ে ভারত। ফেরার আগে ব্যক্তিগত ২৯ বলে ৩৭ রানের ইনিংস।
এই সিরিজে ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া উইকেটে থিতু হলেও ব্যাট ঝড় তুলতে পারেননি। তার ইনিংস শেষ হয় ২৭ বলে ২৯ রানে। এরপর দলের বিপদের দিনে নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন দীপক হুদা।
অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে গড়েন ৬৮ রানের দুর্দান্ত জুটি। এ সময়ে হুদার ব্যাট থেকে আসে ২৩ বলে ৪১ রানের টর্নেডো ইনিংস। যেখানে এক চারের সাথে চারটি ছক্কা মেরেছেন তিনি। অন্যপ্রান্তে অক্ষরের ব্যাট থেকে এসেছে গুরুত্বপূর্ণ ২০ বলে ৩১ রানের ইনিংস। সবমিলিয়ে পাঁচ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ১৬২ রানের লড়াকু সংগ্রহ পেয়েছিল ভারত।
লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারে পাথুম নিশাঙ্কা ফেরার পর চতুর্থ ওভারে ফিরে যান ধনাঞ্জয়া ডি সিলভাও। এরপর ইনিংসের অষ্টম ওভারে দলীয় ৪৭ রানে চারিথ আসালাঙ্কাও ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে লঙ্কানরা।
মাত্র চার রানের ব্যবধানে কুশল মেন্ডিস ফিরে গেলে আরও বড় বিপদে পড়ে সফরকারীরা। এরপর ১৭ রানের ব্যবধানে ভানুকা রাজাপাকশে ফেরার পর ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে চাপ সামাল দিয়ে জুটি গড়ার চেষ্টা করেন শ্রীলঙ্কান অধিনায়ক দাশুন শানাকা।
দলীয় ১০৮ রানে হাসারাঙ্গা ফিরে গেলে ভাঙে তাদের ৪০ রানের জুটি। এরপর ১২৯ রানে শানাকা নিজেও ফিরে যান। যাওয়ার আগে ২৭ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস আসে লঙ্কান অধিনায়কের ব্যাট থেকে।
শেষদিকে ব্যাট হাতে লঙ্কানদের ম্যাচে রেখেছিলেন করুনারত্নে। শেষ ওভারে ১৩ রান প্রয়োজন ছিল জয়ের জন্য। প্রথম তিন বলে আট রান তুলে দারুণ সম্ভাবনা তৈরি করেছিলেন তিনি। তবে বাকি তিন বলে নিতে পেরেছেন মাত্র দুই রান। ফলে দুই রানের ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে পড়লো শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই লঙ্কানদের জন্য।