তামিম ইকবাল ইস্যু যেন থামছেই না। বিশ্বকাপ শুরুর আগে থেকেই তাকে নিয়ে চলছিল নানা আলোচনা। বিশ্বকাপ দলে থাকবেন কি থাকবেন না এসব নিয়ে। অবশেষে থাকা ছাড়ায় দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। দল যখন বিশ্বকাপ খেলতে ভারতে উদ্দেশ্যে বিমানে চড়েন তখন সামজিক যোগাযোগ মাধ্যমে, এক ভিডিও বার্তায় তামিম জানান তাকে নিচে খেলার প্রস্তাব দেওয়া হয়, যা তিনি মেনে নিতে পারেননি। যার কারণে নিজেই প্রস্তাব দেন এমনটা হলে যাতে তাকে দলে যাতে রাখা না হয়। এই প্রস্তাবটা এসেছিল বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তারা কাছ থেকে তামিম এমনটাই জানান সেই ভিডিওতে।
বিশ্বকাপ খেলতে যাওয়ার পর গতকালই (সোমবার) প্রথম বারের মতো সংবাদ সম্মেলনে আসেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সেখানে ঘুরে ফিরে ওঠে আসল তামিম ইকবাল প্রসঙ্গ। সেখানে সাংবাদিকদের প্রশ্ন সাকিবের কাঠে মিরাজকে ওপেনিংয়ে নামানোর জন্যই কি তামিমকে মিডল অর্ডারে নামানোর প্রস্তাব দিয়েছিলেন কি না? তার উত্তরে হাসির ছলে সাকিব জানান, “মিরাজকে ওপরে খেলানোর পরিকল্পনা আমার ও কোচের। এরপর থেকে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ হলেই মিরাজ ওপরে ব্যাট করবে। সে মুজিব-রশিদকে খুব ভালোভাবে মোকাবিলা করেছে। সেদিক থেকে মিরাজ ওপরে ব্যাট করবে, এটা আমাদের পরিকল্পনা অবশ্যই। তবে তামিমকে নিচে খেলার প্রস্তাব আমরা দেইনি।”
বিশ্বকাপে দল ঘুরপাক খাচ্ছে হারের বৃত্তে। বিশ্বকাপে এর আগে সবগুলো ম্যাচ খেললেও ইনজুরির কারণে এবারের আসরে ভারতের বিপক্ষে খেলতে পারেননি তিনি। এই পরিস্থিতিতে অধিনায়ক হিসেবে দলকে উজ্জীবিত করা কতটা কঠিন?
টাইগার অধিনায়ক বলেন, “প্রথমবার মনে হয় ওয়ানডে বিশ্বকাপের একটি ম্যাচে খেলা হলো না। আমার জন্য আফসোসের বিষয় ছিল। কোনোভাবেই কোনো ক্রিকেটার চান না ম্যাচ মিস করতে। এখানে মিস করাটা আমার জন্য কষ্টকর ছিল। বিশ্বকাপের মতো মঞ্চে এসে দলকে খুব বেশি উজ্জীবিত করার দরকার হয় না। এখানে সবারই প্রেরণা আছে। সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করছে। দলগতভাবে না পারলেও ব্যক্তিগতভাবে অনেকে মোটামুটি ভালো করেছে। সমন্বিতভাবে হলে আমরা হয়ত আরেকটু ভালো ফল করতে পারতাম।”