অপেক্ষার অবসান ঘটিয়ে আজ(বৃহস্পতিবার) শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। প্রথম দিনই মাঠে নেমেছে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এবারের আসরে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে। সেই লড়াইয়ের আগে আইসিসি থেকে র্যাঙ্কিংয়ের অবনমনের খবর পেল টাইগাররা।
বিশ্বকাপের উদ্বোধনী দিন আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে দীর্ঘ দিন র্যাঙ্কিংয়ে সাত নম্বর পজিশনটা ধরে রাখা বাংলাদেশ একধাপ পিছিয়ে আটে নেমে গেছে। সাত নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা।
বিশ্বকাপ চলাকালীন সময়ে প্রতি সপ্তাহেই র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসবে। চলতি সপ্তাহে আইসিসির নতুন হালনাগাদে শ্রীলঙ্কা সাতে উঠলেও তাদের দাপট বেশিদিন না-ও থাকতে পারে। কারণ তারা দশমিক ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ থেকে।
এদিকে র্যাঙ্কিংয়ে এই একটা পজিশনেই পরিবর্তন এসেছে। র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ স্থানটা ধরে রেখেছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানটা ধরে রেখেছে যথাক্রমে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। চারে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। পাঁচে রয়েছে ইংল্যান্ড এবং ছয়ে রয়েছে নিউজিল্যান্ড। ওয়ানডে র্যাঙ্কিংয়ে নয় নম্বর স্থানে রয়েছে আফগানিস্তান। আর এবারের বিশ্বকাপে খেলা নেদারল্যান্ডসের ওয়ানডে র্যাঙ্কিং ১৪তম।
ইতোমধ্যেই র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছে ভারত। শুধু দল হিসেবে নয়, ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল দেশটির ক্রিকেটাররা, যা বিশ্বকাপের আগে স্বস্তির খবর টিম ম্যানেজমেন্টের জন্য।
ওয়ানডে ফরম্যাটে আইসিসির নতুন বোলিংয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন ভারতের মোহাম্মদ সিরাজ। ৬৬৯ পয়েন্ট নিয়ে তিনি তালিকার শীর্ষে রয়েছেন। এবারের বিশ্বকাপেও ভারতের বোলিংয়ের মূল নেতৃত্বে থাকবেন তিনি।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের শুভমান গিল। ৮৩৯ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে রয়েছেন গিল, যেখানে ৮৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম।
অলরাউন্ডারদের তালিকায় ভারতের কেউই সেরা পাঁচে নেই। ২২৮ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।