• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সাকিব-হৃদয়ের শত রানের জুটি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৫:৪৯ পিএম
সাকিব-হৃদয়ের শত রানের জুটি
সাকিব ও হৃদয় । ছবি: সংগৃহীত

চার উইকেট হারিয়ে চাপে পড়লেও সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এরমধ্যে সাকিব তুলে নিয়েছেন অর্ধশতকও। এদর জুটিও ছাড়িয়েছে ১০০ রান। অক্ষর প্যাটেলের ওভারে ছক্কা মেরে ৬৫ বলে অর্ধশতক পূর্ণ করেন সাকিব। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৮ রান নিয়ে ব্যাট করছেন তিনি। বাংলাদেশের রান ৩২ ওভারে ৪ উইকেটে ১৫৭। ৩৯ রান নিয়ে ক্রিজে আছেন হৃদয়।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা করে লিটন দাস ও নাঈম শেখের জায়গায় দলে জায়গা পাওয়া তানিজেদ তামিম। মোহাম্মদ সামির করা প্রথম ওভারের প্রথম বলেই চার দিয়ে রানের খাতা খোলেন তামিম। এরপর দ্বিতীয় ওভারে আসা শার্দুল ঠাকুরের ওভারে ২টি চার মারেন তামিম। ২ ওভার শেষে বাংলাদেশের রান ১৩। যেখানে পুরো রানটাই তামিমের।

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

এরপরিই বিদায় লিটন দাসের। নিজেকে হারিয়ে ফেরা বাংলাদেশের সহ অধিনায়ক ব্যাট হাতে এই ম্যাচেও ব্যর্থ। রানের খাতা খোলার আগেই বিদায় নেন সামির বলে। লেংথ থেকে সিমে পড়ে ভেতরের দিকে ঢোকা বলে লিটনকে মনে হয়েছে বিস্মিত। ব্যাট ও প্যাডের মাঝে গ্যাপ, পা-ও নড়েনি সেভাবে। লিটন বোল্ড হয়ে যান তিনি। বল খেলেছেন ২টি।

দারুণ শুরু তামিমও ফেরেন পরের ওভারে। শার্দুলের পরের ওভারে বোল্ড হন। ক্রস সিম ডেলিভারি ছিল। যতটা ভেবেছিলেন, ততটা গতি ছিল না। পুল শটে ইনসাইড এজে বোল্ড হয়েছেন তানজিদ। ১২ বলে ১৩ রান করেন তিনি। যাতে চার আছে ৩টি।

প্রায় নয় মাস পর দলে জায়গা পাওয়া এনামুল হক বিজয় প্রথম ৮ বলে করেনশূণ্য রান। নবম বলে পুল করে চার মেরে খোলেন রানের খাতা। এরপরিই বিদায়। শার্দূল ঠাকুরের শর্ট বলের ফাঁদে সহজেই পা দিয়ে ফিরে গেলেন তিনে আসা বিজয়।

এরপর সাকিব ও মিরাজ মিলে চাপ সামাল দিতে থাকেন। এরমধ্যে মিরাজ দুবার জীবন পান। একবার তিলক বার্মা ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন, আরেকবার ক্যাচ ছেড়ে দেন সূর্যকুমার যাদব। তবে রোহিতের কাছ থেকে আর বাঁচতে পারেননি তিনি। ১৩ রানে আউট হন তিনি। তার উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল।

Link copied!