ইনিংসের শেষ ওভারে ছক্কার হ্যাটট্রিক করা ড্যারি মিচেলের ব্যাটিং ঝড়ে ১৭৬ রানের সংগ্রহ পেয়েছিল নিউজিল্যান্ড। পরে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে ১৫৫ রানেই আটকে দিয়েছে কিউইরা।
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের জয় এসেছে ২১ রানের ব্যবধানে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে কিউইরা।
শুক্রবার (২৭ জানুয়ারি) আগে ব্যাটিং করতে নেমে ফিন অ্যালেনের ব্যাটে ঝড়ো শুরু পায় নিউজিল্যান্ড। ইনিংসের পঞ্চম বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৩ বলে চারটি চার ও দুই ছক্কায় ৩৫ রানের ইনিংস।
তিন নম্বরে নেমে শূন্য রানে মার্ক চাপম্যান বিদায় নেওয়ার পর গ্লেন ফিলিপসকে নিয়ে জুটি গড়েন ডেভন কনওয়ে। দলীয় ১০৩ রানে ফিলিপস বিদায় নিলে ভাঙে ট্যাঁদের ৬০ রানের জুটি।
দলীয় ১৩০ রানে ব্যক্তিগত ৫২ রান করে কনওয়ে ফেরার পর মাত্র এক রানের ব্যবধানে ফিরে যান মিচেল ব্রেসওয়েল। এপর ড্যারি মিচেলের ৩০ বলে তিন চার ও পাঁচ ছক্কায় ৫৯ রানের টর্নেডো ইনিংসে ১৭৬ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।
জবাবে ব্যাটিং করতে নেমে ১৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এরপর সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া মিলে সামাল দেন প্রাথমিক বিপর্যয়।
দলীয় ৮৩ রানে সূর্য বিদায় নিলে ভাঙে ট্যাঁদের ৭৪ রানের জুটি। ফেরার আগে ৪৭ রানের ইনিংস খেলেন সূর্য। সঙ্গী হারানোর পর মাত্র ছয় রানের ব্যবধানে ফিরে যান হার্দিকও।
শেষদিকে আর কেউই ব্যাট হাতে কার্যকরী কোনো ইনিংস খেলতে না পারলে শেষ পর্যন্ত ১৫১ রানে থামে ভারতের ইনিংস।