• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি দেওয়ায় গ্রেপ্তার ১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ০৭:৪২ পিএম
ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি দেওয়ায় গ্রেপ্তার ১
ফাইল ছবি

বিশ্বকাপ শুরুর আগ থেকেই নানা নাটক শুরু করে ভারত। বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয় টুর্নামেন্ট শুরুর মাত্র ১০০ দিন আগে। এরপরও সূচিতে আনা হয়েছে বদল। অজানা কারণে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছিল। এদিকে, সন্ত্রাসবাদী হামলার ভয় তো আছেই। এরই মধ্যে ঘনিয়ে আসছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচকে সামনে রেখে এই স্টেডিয়ামে হামলার হুমকি দিয়ে রেখেছে সন্ত্রাসবাদীরা। ১৪ অক্টোবরের সেই ম্যাচ সামনে রেখে ১১ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে। তবে তাতেও থেমে নেই হুমকি প্রদান।

আগামী শনিবার (১৪ অক্টোবর) বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান মহারণ। ম্যাচটি নিয়ে ঘুম হারানোর জোগাড় গুজরাটের নিরাপত্তা বাহিনীর। একের পর এক হুমকি আসছেই। এই ম্যাচের দিন নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকায় একদিন এগিয়ে আনা হয়েছিল ম্যাচের সূচি। তাতেও আতঙ্ক কাটছে না। তাই মোতায়েন করা হচ্ছে ১১ হাজার নিরাপত্তাকর্মী। হুমকিদাতাদেরও খুঁজে বের করা হচ্ছে। ই-মেইলে হুমকি প্রদান করা একজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে এই খবর।

‍‍`দ্য হিন্দু‍‍` জানিয়েছে,  ই-মেইলে হুমকি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চ। পুলিশ জানিয়েছে, আটক হওয়া এই ব্যক্তির নামে থানায় কোনো ক্রাইম রেকর্ড নেই। গুজরাটের রাজকোট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিখদের জন্য স্বাধীন রাষ্ট্রকামী ‍‍`খালিস্তানপন্থি‍‍` নেতা গুরপাওয়ান্ত সিং‍‍`এর পক্ষ থেকেও বিশ্বকাপে হামলার হুমকি দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে এই অভিযোগে আরও আগেই মামলা হয়েছে। এই হুমকির কারণেই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে গুঞ্জন আছে। এছাড়া ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ির নাম করেও ই-মেইলে হুমকি বার্তা পাঠানো হয়েছে। পাঞ্জাবি সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালাকে হত্যার জন্য লরেন্সকেই দায়ী করা হয়। এছাড়া বলিউড সুপারস্টারকেও হত্যার হুমকি দিয়েছিলেন এই গ্যাংস্টার।

হুমকির ঘটনায় গ্রেপ্তার এই ব্যক্তির বিষয়ে পুলিশ জানিয়েছে, “ওই ব্যক্তির নিজের মোবাইল থেকে একটি ছোট ই-মেইল পাঠানো হয়েছে। তার নামেই মেইলটি করা হয়েছে। তবে তার নামে আগে কোনো অপরাধের রেকর্ড নেই। তিনি কেন এই হামলার হুমকি দিয়ে মেইল করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।”

বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙভি, রাজ্য ডিজিপি বিকাশ সহায়, জিএস মালিক এবং অন্যান্য সিনিয়র পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্বকাপের সবচেয়ে উত্তাপ ছড়ানো লড়াইটি যেন ভালোই ভালোই শেষ হয় সেটাই লক্ষ্য রাজ্য কর্মকরতাদের।

Link copied!