হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৫ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ২৭৭/৯ রানের জবাবে ১২১ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে লিটন দাস ১০২ রান ও বোলিংয়ে সাকিব ৩০ রানে নেন ৫ উইকেট।
বাংলাদেশের দেওয়া ২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাফল্যের দেখা পায় টাইগার বোলাররা। সাইফউদ্দিনের বলে বোল্ড হন তাদিওয়ানাশে মারুমানি। এরপর তাসকিনের ফুল লেংথের বলে লাইন মিস করে আউট হন ওয়েসলি মাধভেরে। ইনিংসের ৫ ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়ে ধুকছিল স্বাগতিক দলটি।
পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ৪৭ রান করে ভালোই জবাব দিচ্ছিলো জিম্বাবুয়ে। শরীফুল ইসলামের অফস্টাম্পের বাইরের বলে পুল করতে গিয়ে স্কয়ার লেগে মোসাদ্দেক হোসেনের হাতে ধরা পড়েন ডিওন মায়ার্স।
ব্রেন্ডন টেলর তবু প্রতি আক্রমণ করার চেষ্টা করেছিলেন। টেলরকে ফিরিয়ে দিয়েই নিজের উইকেট উৎসব শুরু করেন সাকিব আল হাসান। এ উইকেট দিয়েই ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে উইকেট সংখ্যায় মাশরাফিকে টপকে গেছেন সাকিব।
এর পর আর কেউ প্রতিরোধ করতে পারেননি। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেছেন রেগিস চাকাভা। বাংলাদেশের তিন পেসার শরিফুল, তাসকিন ও সাইফুদ্দিন সবার ঝুলিতেই রয়েছে ২ টি করে উইকেট। রিচার্ড এনগারাভাকে আউট করে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট পেয়েছেন সাকিব। বাংলাদেশের পক্ষে ইনিংসে পাঁচ উইকেট পাওয়ায় তাঁর চেয়ে এগিয়ে আছেন শুধু মোস্তাফিজুর রহমান ও আবদুর রাজ্জাক।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে লিটন দাসের ১০২, আফিফের ৪৫, মিরাজের ২৬ ও মাহমুদুল্লাহর ৩৩ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।