বিশ্বকাপ ছাড়া খুব কমই দেখা যায় ভারত পাকিস্তানের খেলা। এবারও আসন্ন বিশ্বকাপে দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্ধীর। বিশ্বকাপে এখনও কোনো ম্যাচে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তাই ভারতকে যেন বিশ্বকাপে হারাতে পারে পাকিস্তান সেই টুটকাই দিলেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিততে হলে পাকিস্তানকে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। নিজেদের কোনো রকম চাপের মুখে ফেলা যাবে না। এমনটাই জানিয়েছেন জাভেদ মিয়াঁদাদ।
পাকিস্তানের এক চ্যানেলের সাক্ষাৎকারে মিয়াঁদাদ বলেন, “প্রতিযোগিতায় সেরা ছন্দে শুরু করতে গেলে ভারতের বিপক্ষে ম্যাচ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওরা দল হিসেবে শক্তিশালী, অনেক ভালো ক্রিকেটার তাদের দলে। যদি আমরা ভয় ও চাপ ছাড়া খেলতে পারি এবং প্রত্যেকে নিজেদের মতো অবদান রাখে তাহলে আমরা ওদের হারাতে পারব।”
টি-টোয়েন্টি ক্রিকেট মানে দুই-একজন ভালো খেললেই হয়। এমনটা মনে করেন না জাভেদ মিয়াঁদাদ। তার মতে, ম্যাচ জেতার জন্য দলের সবাইকে অবদান রাখতে হবে।
মিয়াঁদাদের সংযোজন, “টি-টোয়েন্টি হল এমন একটা ফরম্যাট, যেখানে লোকজন ভাবে যে একজন-দু’জন ক্রিকেটারই ম্যাচ জেতাতে পারে। কিন্তু আমার মতে, দলে সবার সমান অবদান রাখা উচিত। তাতেই দলের মধ্যে জেতার মানসিকতা তৈরি হয়। এই ফরম্যাটে ২০ রানের মতো ছোটখাটো ইনিংস বা একটা গুরুত্বপূর্ণ ক্যাচ বা রান আউটও অনেক কিছু বদলে দিতে পারে।”