• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

বাংলাদেশের নিয়ম রক্ষা, অজিদের সেমিতে ওঠার লড়াই


ফারজানা ববি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ১২:০৫ এএম
বাংলাদেশের নিয়ম রক্ষা, অজিদের সেমিতে ওঠার লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকে সব সম্ভাবনার সলিল সমাধি হয়েছে বাংলাদেশের। কোনোভাবেই সেমি ফাইনালের রাস্তা খোলা নেই।  বৃহস্পতিবার সুপার টুয়েলভের শেষ নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

সেরা ১২-এর খেলা চারটি ম্যাচে টানা হেরেছে মাহমুদউল্লাহরা। চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় পরাজয়ে বিশ্বকাপের বাকি যে আশাটুকু ছিল, তা-ও শেষ হয়ে গেছে। এখন কেবল অজিদের বিপক্ষে একমাত্র নিয়ম রক্ষার ম্যাচ।

অন্যদিকে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় দল অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ৮ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তারা ৪ ম্যাচ টানা জিতেছে। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৬। তারা ৪ ম্যাচের ৩টিতে জয়ী হয়েছে, ১টি হেরেছে। রানরেটেও তারা এগিয়ে আছে অজিদের চেয়ে। সুতরাং দক্ষিণ আফ্রিকাকে টপকে পরবর্তী রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে হারানো ছাড়া বিকল্প পথ নেই অজিদের।

Link copied!