মঙ্গলবার (৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ। পাঁচ ম্যাচের এই সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। এদিকে নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ছাড়াই বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া দল। ফলে বাংলাদেশের বিপক্ষে অজিদের নেতৃত্ব দেবেন কে— তা নিয়ে রয়েছে কৌতূহল। সেই কৌতূহলের অবসান ঘটিয়ে অধিনায়কের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরিতে পড়েন ফিঞ্চ। ফলে সিরিজ চলাকালীনই অস্ট্রেলিয়া ফিরে যান তিনি। সাধারণত নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে মূল দলের সহ অধিনায়ক দায়িত্ব পান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না মূল দলের অধিনায়ক প্যাট কামিন্স। ফলে ফিঞ্চের বদলে ক্যারিবিয়দের বিপক্ষে নেতৃত্ব দেন অ্যালেক্স ক্যারি।
তাই ধারণা করা হয়েছিল বাংলাদেশের বিপক্ষেও অজিদের নেতৃত্ব দেবেন ক্যারি। তবে সব গুঞ্জ উড়িয়ে গিয়ে অস্ট্রেলিয়া আস্থা রাখল তাদের টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক ম্যাথু ওয়েডের ওপর। এই উইকেটকিপার-ব্যাটসম্যানই টাইগারদের বিপক্ষে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেবেন।
সফরে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। মঙ্গলবার (৩ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।