বিশ্বকাপের মতো বড় আসরে প্রথমবারের মতো চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউইদের হারিয়ে ঘরের মাঠে সিরিজ না খেলার বদলা নিয়েছে বাবর আজমরা। টানা দুই ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে শাহিন আফ্রিদিরা। ফলে মাঠের বাইরে তাদের নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি স্পোর্টসে ক্রিকেট নিয়ে নিয়মিতই চলে বিশ্লেষণ। কিউইদের বিপক্ষে ম্যাচ জয়ের পরেও খেলা নিয়ে বিশ্লেষণে বসেছিলেন সাবেক কয়েকজন ক্রীড়াবিদ। পিটিবি স্পোর্টসের সে আয়োজনে অংশ নিয়েছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের লিজেন্ড খেলোয়াড় শোয়েব আখতার, কিংবদন্তি ক্যারিবিয়ান ব্যাটসম্যান স্যার ভিভ রিচার্ডস, সাবেক ইংলিশ ব্যাটসম্যান ডেভিড গাওয়ার, সাবেক পাকিস্তানি পেসার আকিব জাভেদ, সাবেক পাকিস্তানি অধিনায়ক রশিদ লতিফ প্রমুখ। নোমান নিয়াজের উপস্থাপনায় চলছিল অনুষ্ঠানটি। হঠাৎ করেই উপস্থাপকের সঙ্গে বিরোধের জের ধরে অনুষ্ঠান ত্যাগ করেন শোয়েব আখতার।
ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন পাকিস্তানি ফাস্ট বোলার হারিস রউফ। কিউইদের চারজন ব্যাটারকে সাজঘরে পাঠান তিনি। চার ওভার বল করে মাত্র ২২ রান দিয়েছিলেন তিনি। পিটিভির সে অনুষ্ঠানে রউফের দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা করছিলেন শোয়েব আখতার। কিন্তু তাকে হঠাৎ করে থামিয়ে দিয়ে শাহিন আফ্রিদির কথা সামনে আনেন উপস্থাপক নোমান নিয়াজ।
হঠাৎ করেই কথার মোড় পাল্টে দেওয়ার বিষয়টা একেবারেই ভালো লাগেনি শোয়েবের। তাই আবারও হারিস রউফের কথা বলতে শুরু করেন শোয়েব। ঠিক তখনই অবাক করা এক কাণ্ড করে ফেলেন উপস্থাপক। বলেন, “আপনি অতি চালাক এবং অভদ্রের মতো আচরণ করছেন। আপনার এই অনুষ্ঠান থেকে চলে যাওয়া উচিত।”
উপস্থাপকের এমন কথা একেবারেই নিতে পারেননি শোয়েব আখতার। তাই অনুষ্ঠান ত্যাগ করেন তিনি। বিষয়টা নিয়ে যেন আর কোনো জল ঘোলা না হয়, সে জন্য টুইটারে কী হয়েছিল তার ব্যাখ্যা দিয়েছেন শোয়েব।
টুইটারে শোয়েব লেখেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। তাই আমার মনে হয় ঘটনাটি ব্যাখ্যা করা উচিত। নোমান আপত্তিকরভাবে আমাকে অনুষ্ঠান ছেড়ে চলে যেতে বলেছেন। এটা আমার জন্য খুবই অপমানজনক, বিশেষ করে যখন স্যার ভিভ রিচার্ডস, ডেভিড গাওয়ার এবং আমার সমবয়সী আরও কয়েকজন আমার পাশে বসেছিলেন।”