টি-টোয়েন্টি বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বেশ তলানিতে শ্রীলঙ্কা দল। মাত্র ২ পয়েন্ট তাদের। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া বিকল্প ছিল না তাদের সামনে। অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ইংল্যান্ড। তারা ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ছিল। এই দুই দল সোমবার মুখোমুখি হয়েছিল একে অপরের। ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কার সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেল।
টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। ইংলিশ ওপেনার জস বাটলারের আগ্রাসী ১০১* রানে ভর করে ৪ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে ইংলিশরা।
জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা দলের মাত্র ১ রানেই পাথুম নিশাঙ্কা আউট হন। দলীয় ২৪ রানে চারিথ আশালাঙ্কা ফেরেন। কুশাল পেরেরা ব্যক্তিগত ৭ রানে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন। চতুর্থ উইকেটের পতন ঘটে দলীয় ৫৭ রানে। আভিশকা ফার্নান্দো সাজঘরে ফেরেন। দলীয় ৭৬ রানে ভানুকা রাজাপাকশের আউটের মাধ্যমে লঙ্কানদের পঞ্চম উইকেটের পতন ঘটে। দলের ১২৯ রানে হাসারাঙ্গা ডি সিলভা ২১ বলে ৩৪ রান করে আউট হন। পরপরই ফিরে যান দাসুন শানাকা। দলের ১৩৪ রানে আউট হন দুশমান্থ চামিরা। একই রানে ফিরে যান চামিকা করুনারত্নে। স্কোরবোর্ডে ১৩৭ রানে মহেশ থিকসানা ফিরলে শ্রীলঙ্কার স্কোর থামে ১৯ ওভারে ১০ উইকেটে ১৩৭-এ। ফলে ইংলিশরা ২৬ রানের সহজ জয় তুলে নেয়।
ইংল্যান্ডের আদিল রশিদ, ক্রিস জর্ডান ও মঈন আলী দুটি উইকেট লাভ করেন। একটি করে উইকেট তুলে নেন ক্রিস ওকস ও লিয়াম লিভিংস্টোন।