• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেন দখল কেন গুরুত্বপূর্ণ


কল্লোল মোস্তফা
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৮:৫৩ এএম
ইউক্রেন দখল কেন গুরুত্বপূর্ণ

—ইউরেনিয়াম মজুতের দিক থেকে ইউক্রেন ইউরোপে প্রথম, বিশ্বে সপ্তম এবং উত্তোলনে বিশ্বে নবম
—লৌহ আকরিক মজুতের দিক থেকে বিশ্বে দ্বিতীয় এবং উত্তোলনের দিক থেকে বিশ্বে সপ্তম
—ম্যাঙ্গানিজ মজুতের দিক থেকে বিশ্বে অবস্থান দ্বিতীয় এবং উত্তোলনে অষ্টম
—টাইটানিয়াম মজুতে ইউরোপে দ্বিতীয় ও বিশ্বে দশম এবং উত্তোলনে বিশ্বের মধ্যে ষষ্ঠ
—গ্যালিয়াম উত্তোলনে দ্বিতীয়
—জার্মেনিয়াম উত্তোলনে পঞ্চম
—কাওলিন উত্তোলনে ষষ্ঠ
—জিরকোনিয়াম সিলিকেট উত্তোলনে একাদশ
—গ্রাফাইট উত্তোলনে নবম
—বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লা উত্তোলনে ত্রয়োদশ
—লোহা ও ইস্পাত উৎপাদনে ব্যবহৃত কোক কয়লা উৎপাদনে দশম
—শেল গ্যাস মজুতের দিক থেকে ইউরোপে তৃতীয়
—দনবাস অঞ্চলে বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা মজুত রয়েছে, ২৩ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে ৫৭ বিলিয়ন টন কয়লা রয়েছে
—চাষযোগ্য জমির বিবেচনায় ইউরোপে ইউক্রেনের অবস্থান প্রথম
—কালো মাটির দিক থেকে বিশ্বে ইউক্রেনের অবস্থান তৃতীয় (বিশ্বের ৩০% কালোমাটি)
—সূর্যমুখী ও সূর্যমুখীর তেল রপ্তানিতে বিশ্বে ইউক্রেনের অবস্থান প্রথম
—বার্লি রপ্তানিতে বিশ্বের চতুর্থ
—বিশ্বের পঞ্চম বৃহত্তম ভুট্টা উৎপাদনকারী ও চতুর্থ বৃহত্তম রপ্তানিকারক
—বিশ্বের তৃতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী দেশ
—বিশ্বের চতুর্থ বৃহত্তম রাই উৎপাদনকারী
—গম রপ্তানিতে ইউক্রেন বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ

শুধু ভৌগোলিক অবস্থানই না, প্রাকৃতিক ও কৃষিভিত্তিক সম্পদের বিবেচনাতেও ইউক্রেনের ওপর আধিপত্য বিস্তার করা কিংবা বিদ্যমান আধিপত্য ধরে রাখা পশ্চিমা কিংবা রুশ সাম্রাজ্যবাদ উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ।

Link copied!