• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

হুয়াওয়ের নতুন পাঁচ ৫জি ডিভাইস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১০:৫৮ এএম
হুয়াওয়ের নতুন পাঁচ ৫জি ডিভাইস

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়লেও আধুনিক প্রযুক্তির নিত্যনতুন ডিভাইস নিয়ে বাজারে টিকে থাকার চেষ্টায় চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে।

সম্প্রতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি ২০২১) অনুষ্ঠানে ফাইভজি প্রযুক্তিসহ পাঁচটি ডিভাইস বাজারে এনেছে হুয়াওয়ে। ওয়ান প্লাস এন ফাইভজি প্রযুক্তিকে পরিচয় করিয়ে দিতে ও অত্যাধুনিক নানা সেবা দিতে সাহায্য করবে এসব পণ্য।

পাঁচটি ডিভাইসেই মাল্টি অ্যান্টেনা টেকনোলজি ব্যবহার করেছে হুয়াওয়ে। ব্যবহারকারীদের ফাইভজির সেরা অভিজ্ঞতা অভিজ্ঞতা দিতে সক্ষম পরিবহনযোগ্য এসব ডিভাইস সারা বিশ্বে ফাইভজি সেবা ছড়িয়ে দিতে কাজ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ে ওয়্যারলেস প্রডাক্ট লাইন প্রেসিডেন্ট ইয়াং চাওবিন জানান, নতুন ডিভাইসগুলোর মধ্যে রয়েছে ৪০০ মেগাহার্টজের আল্ট্রা-ওয়াইডব্যান্ড, ম্যাসিভ এমআইএমও, লাইট ওয়েইট ম্যাসিভ এমআইএমও, ব্লেডএএইউ প্রো: এ প্লাস পি সলিউশন, আল্ট্রা-ওয়াইডব্যান্ড ব্লেড আরআরইউ প্রো, কমার্শিয়াল এফডিডি ম্যাসিভ এমআইএমও। প্রতিটি পণ্যই নেটওয়ার্কিং ও টেলিযোগাযোগ পরিসেবার কাজে ব্যবহার হবে।

Link copied!